মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার গজারিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লিংকন শহরের দক্ষিণ পৈরতলার গোলাম হোসেনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কর্মকর্তা (ত্তসি) মো. নবীর হোসেন জানান, সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে গজারিয়া এলাকায় গুলিবিদ্ধ একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, তার বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ ১৮টি মামলা ছিল।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৭
আরএ