ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘প্রধান বিচারপ‌তির পদত্যা‌গে সরকা‌রের দোষ কি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
‘প্রধান বিচারপ‌তির পদত্যা‌গে সরকা‌রের দোষ  কি’ গাজীপুরে সমাবেশে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ

গাজীপুর থে‌কে:  সমালোচনাকারীদের প্রতি প্রশ্ন ছুঁড়ে আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের ব‌লে‌ছেন, বি‌দে‌শে থে‌কে প্রধান বিচারপ‌তি পদত্যাগ ক‌রে‌ছেন। সরকা‌রের এখা‌নে কি দোষ আ‌মি জান‌তে চাই।

শ‌নিবার বি‌কেল পৌ‌নে ৫টায় গাজীপু‌রে আওয়ামী লী‌গের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন সমা‌বে‌শে দেওয়া প্রধান অ‌তি‌থির বক্তৃতায় তিনি এ প্রশ্ন তোলেন।

‌বিএন‌পির উ‌দ্দে‌শ্যে ওবায়দু্ল কা‌দের ব‌লেন, সমা‌বে‌শের অনুম‌তি দি‌য়ে‌ছে সরকার।

এ  গণতা‌ন্ত্রিক উদারতা‌কে দুর্বলতা ভাব‌বেন না।

নেতাকর্মীদের উ‌দ্দে‌শ্যে তিনি বলেন, বিএন‌পি ক্ষমতায় ফি‌রে আসা মা‌নে আবারও জ‌ঙ্গিবা‌দের উথান। বিএন‌পি থাক‌লে হাওয়া ভব‌নের খাম্বা থাক‌তো। কিন্তু আওয়ামী লীগ থাকায় দেশ শতভাগ বিদ্যুৎ পাচ্ছে।  

তি‌নি আরো  ব‌লেন, ৫ টি ফ্লাইওভারসহ ট‌ঙ্গি ব্রিজ ১০ লে‌নের হ‌বে। পু‌রো ট‌ঙ্গি বাজা‌রের ওপর এক্স‌প্রেসও‌য়ে হ‌বে।   বাস র্যা‌পিড ট্রান‌জিট হ‌বে গাজীপুর থে‌কে এয়ার‌পোর্ট পর্যন্ত।

ওবায়দুল কা‌দের ব‌লেন,  সি‌টি কর‌পো‌রেশন  নির্বাচন হ‌বে সে‌মি ফাইনাল,  আর জাতীয় নির্বাচন ফাইনাল।

সমা‌বে‌শে আরো বক্তব্য রা‌খেন, ডা দীপু ম‌নি,  সি‌মিন হো‌সেন রি‌মি, ব্যা‌রিস্টার মু‌হিবুল হাসান চৌধুরী নও‌ফেল, অ্যাভ‌ভো‌কেট রহমত আলী এম‌পি, গাজীপুর মহানগর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।