ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বছরের শেষ অধিবেশন শুরু, আলোচনায় থাকছে ৭ মার্চে ভাষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
বছরের শেষ অধিবেশন শুরু, আলোচনায় থাকছে ৭ মার্চে ভাষণ জাতীয় সংসদের অধিবেশন কক্ষ/ফাইল ফটো

সংসদ ভবন থেকে: দশম জাতীয় সংসদের ১৮তম ও ২০১৭ সালের শেষ অধিবেশন শুরু হয়েছে। রোববার (১২ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।  

অধিবেশনের শুরুতেই চলতি অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন দেন স্পিকার। এরপর প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্টজনদের নামে শোক প্রস্তাব আনা হয়।

রোববার (১২ নভেম্বর) বিকেলে অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশন ২৩ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। প্রতিদিন বিকেল ৪টা থেকে অধিবেশন শুরু হবে। প্রয়োজনে স্পিকার এ সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন।  
 
কার্য উপদেষ্টা কমিটির সদস্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মঈন উদ্দীন খান বাদল  এবং আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন।

এছাড়া সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭ মার্চ হলো জাতির মূল চালিকা শক্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের দিক নির্দেশনাসহ অর্থনৈতিক মুক্তির আহ্বান জানিয়েছিলেন- যে ভাষণ আজ বিশ্ব স্বীকৃত। সম্প্রতি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার নবদ্বার উন্মোচন করেছে-যা বিশ্বব্যাপী সমাদৃত।

এছাড়া সফলভাবে ৬৩তম সিপিসি সম্পন্ন করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং স্পিকারের প্রশংসা করেন।

বৈঠকে আলোচনা শেষে সিদ্ধান্ত হয় ৭ মার্চ, রোহিঙ্গা ইস্যু ও সিপিএ সম্মেলন নিয়ে আলাদাভাবে নির্ধারত দিনে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া অনিষ্পন্ন ১৩টি বিলের মধ্যে পাশের অপেক্ষায় থাকা তিন বিল পাস করার সিদ্ধান্ত হয়। এছাড়াও সম্প্রতি নতুন ৪টি সরকারি বিল উত্থাপন করা হবে।

***১৮তম অধিবেশনের প্যানেল সভাপতি ৫ জন 

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭/আপডেট: ১৭১৬ ঘণ্টা
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।