ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এনসিটিবি’র পাণ্ডুলিপি প্রণয়ন প্রক্রিয়া অস্বচ্ছ: টিআইবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এনসিটিবি’র পাণ্ডুলিপি প্রণয়ন প্রক্রিয়া অস্বচ্ছ: টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এর সংবাদ সম্মেলন- ছবি: সুমন শেখ

ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাণ্ডুলিপি প্রণয়ন প্রক্রিয়া অস্বচ্ছ। সঠিকভাবে পাণ্ডুলিপি লেখা হচ্ছে না, এতে দলীয় রাজনৈতিক ও মতাদর্শগত প্রভাব বিদ্যমান। 

পাঠ্যবই প্রকাশনা প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়ম বিদ্যমান। ব্যক্তিগত আর্থিক সুবিধা আদায়, কার্যাদেশ প্রদানে দুর্নীতি হয়।

এরই প্রেক্ষিতে এনসিটিবিকে একটি কমিশন গঠনের সুপারিশ করেছে টিআইবি।

টিআইবি আয়োজিত ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি): পাণ্ডুলিপি প্রণয়ন ও প্রকাশনায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানানো হয়।

সোমবার (১৩ নভেম্বর) ধানমন্ডিতে মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পাণ্ডুলিপি প্রণয়নে সক্ষমতা ও পেশাগত দক্ষতার ঘাটতি দেখা যায়। এছাড়া পরিদর্শন ও তদারকিতে ঘাটতির ফলে সব ক্ষেত্রে সময়মতো বই সরবরাহ করা হয় না, মানসম্মত বই সরবরাহ করা হয় না।

এনসিটিবিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রভাব বিস্তারের কথা বলা হয়েছে।

এসব দুর্নীতি ও চ্যালেঞ্জ মোকাবেলায় এনসিসটিবিকে একটি কমিশন গঠনের সুপারিশ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমআইএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।