সন্ধ্যা ৭টার দিকে বনানী চার নম্বর রোডের ১১৩ নম্বর বাড়িতে রিক্রুটিং এজেন্সির অফিসে ঢুকে চারজন মুখোশধারী সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালায় । এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হন।
সিদ্দিকের নিহত হওয়ার খবর শুনে পরিবারের সদস্যসহ আত্মীয় স্বজন হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে স্বজনদের শোকের মাতম দেখা যায়। নিহত সিদ্দিক হোসেনের বাড়ি টাঙ্গাইলে। তার বাবার নাম মৃত আয়নাল আলী। তার দু্ই মেয়ে ও এক ছেলে রয়েছেন।
কাওসার আহমেদ নামে নিহতের এক আত্মীয় বাংলানিউজকে বলেন, দুই মাস আগে উত্তরা পূর্ব থানায় একটি জিডি করেন সিদ্দিক হোসেন। আব্দুস সালাম নামে এক রিক্রুটিং ব্যবসায়ী তাকে হত্যার হুমকি দিলে এই জিডি করেন। আব্দুস সালামের সঙ্গে ব্যবসায়িক বিষয়ে লেনদেনে সমস্যা ছিলো। সিদ্দিকের বিরুদ্ধে আব্দুস সালাম একটি মামলাও করেন। কে খুন করেছে তা জানি না। তবে ব্যবসায়িক কারণে তাই হত্যা করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
নিহত সিদ্দিকের মেয়ে স্বপ্না আহাজারি করতে করতে বলেন, আমার বাবার পিছনে অনেক শত্রু ছিলো। তারাই খুন করেছে। বাবার হত্যা বিচার চাই।
বনানী থানার এসআই মোহাম্মাদ আব্দুল মালেক বাংলানিউজকে বলেন, যেখানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা আদম ব্যবসার অফিস। এখানে নানা লোকজন আসে ব্যবসার কাজে। আদম পাঠানোর অফিসগুলোতে ব্যবসায়িক স্বার্থে নানা ঘটনা থাকে। আমরা তদন্ত করে দেখছি। অফিসের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হবে। তদন্ত সম্পূর্ণ হলেই বলা যাবে কেন এই হত্যাকাণ্ড।
**বনানীতে অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি, নিহত ১
বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমসি/বিএস