তদন্ত কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ঢামেকের উপপরিচালক বিদ্যুৎ কান্তি পালকে।
মঙ্গলবার (২১ নভেম্বর) এই তদন্ত কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, সোমবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর বেডে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি যায় তিন মাস বয়সী কন্যা শিশু জিম। তার বাবার নাম জুয়েল মিয়া ও মায়ের নাম সুমাইয়া।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জুয়েল মিয়া ডায়াবেটিস্ থেকে কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ৩১ অক্টোবর ঢামেক হাসপাতালে ভর্তি হন। সোমবার পাশের ৪১ নম্বর বেডটি খালি থাকায় শিশুকন্যা জিমকে নিয়ে ঘুমিয়ে পড়েন সুমাইয়া। আর নিজের বেডে অন্য মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন অসুস্থ জুয়েল। এ অবস্থায় রহস্যজনকভাবে হারিয়ে যায় শিশু জিম।
বাংলাদেশ সময়: ০৪৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এজেডএস/আরআই