ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ 

ঢাকা: সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান সোমবার (০৪ ডিসেম্বর) বিকেল থেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।  তিনি ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন। 

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) এ বিষয়ে মারুফ জামানের বিদেশ ফেরত মেয়ে সামিহা ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির বরাত দিয়ে ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহিল কাফি বাংলানিউজকে জানান, গতকাল বিদেশ ফেরত মেয়েকে রিসিভ করতে বিমানবন্দরের উদ্দেশে বিকেল সাড়ে ৫টার দিকে ধানমন্ডির বাসা থেকে বের হন মারুফ।

তবে তিনি বিমানবন্দরে যাননি এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

তবে তার ব্যবহৃত গাড়িটি খিলক্ষেত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এসি আরো বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা কাজ শুরু করেছি। তাকে খুঁজে পেতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
পিএম/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।