সোমবার (২৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন চলাকালে তিনজন অসুস্থ হয়ে পড়েন। অনশনে এ পর্যন্ত মোট ৩৬ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে বাংলানিউজকে জানান বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান।
তিনি বলেন, আমাদের দাবি যৌক্তিক। বারবার আশ্বাস দিয়েও দাবি মেনে নেওয়া হচ্ছে না। সুনির্দিষ্ট আশ্বাস না আসা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো। আমরা আশা করছি প্রধানমন্ত্রী দ্রুত আমাদের দাবি মেনে নেবেন।
গত শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। সহকারী শিক্ষকদের ৮টি সংগঠন এই কর্মসূচিতে অংশ নিয়েছে। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসকেবি/আরআর