ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে অস্ত্র ব্যবসায়ীর সহযোগী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
ময়মনসিংহে অস্ত্র ব্যবসায়ীর সহযোগী গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড় মোড় এলাকা থেকে অস্ত্র ব্যবসায়ী নুর উদ্দিনের সহযোগী রাজু দেওয়ানকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) হাসান মোস্তফা স্বপন বাংলানিউজকে এ তথ্য জানান।

মোস্তফা স্বপন জানান, শুক্রবার (০৫ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাঙ্গিনারপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে রাজুকে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাসিরাবাদ কলেজ মাঠ সংলগ্ন মিলনবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি সুরক্ষিত কক্ষ থেকে চারটি পিস্তল, সাত রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, দু’টি চাপাতি, পাঁচটি চাকুসহ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে র‌্যাব। ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র তৈরির কারিগর নূর উদ্দিন, আকাশ ও রাজু পালিয়ে যায়।

অস্ত্র ব্যবসায়ী নূর উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি এখনো পলাতক রয়েছেন। গ্রেফতারকৃত রাজুকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলেও জানান র‌্যারের এএসপি মোস্তফা স্বপন।

বাংলাদেশ সময় ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।