ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছায় সিক্ত কালের কণ্ঠ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছায় সিক্ত কালের কণ্ঠ কালের কণ্ঠ’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা-ছবি-বাংলানিউজ

ঢাকা: প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠ। 

বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায়  (আইসিসিবি) সকাল থেকে পত্রিকাটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সমাজের বিশিষ্টজন, রাজনৈতিক নেতা, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, বিনোদন জগতের তারকা, শিক্ষক, কবি-সাহিত্যিক, গণমাধ্যম প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ শুভেচ্ছা জানাতে আসেন।

দিনভর শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন কালের কণ্ঠ’র সম্পাদক ইমদাদুল হক মিলন ও নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বরাবরের মতো  দেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে অবস্থান ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন পত্রিকাটির সম্পাদক ইমদাদুল হক মিলন।

শুভেচ্ছা জানাতে এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এসেছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল) ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ১৫ জন বীর সন্তানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, সালমা। বিনোদন অঙ্গন থেকে শুভেচ্ছা জানান অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, চিত্রনায়ক নিরব, ইমন, চিত্রনায়িকা নিপুণসহ আরও অনেকে।  

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমসি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।