সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে গিয়ে সেখানকার শোক বইয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
** বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রণব মুখার্জি
** প্রণব-হাসিনার সৌজন্য সাক্ষাৎ
শোক বইয়ে প্রণব লিখেন, ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরে আসার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।
‘আমি সর্বদাই এই নির্ভীক নেতার প্রতি সালাম জানাই, শ্রদ্ধা জানাই সকল শহীদদের প্রতি। ’
এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পৌঁছে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি।
পরে সেখান থেকে যান গণভবনে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শুভেচ্ছা জানান। তার সম্মানে এক পারিবারিক মধ্যাহ্নভোজের আয়োজন করেছে প্রধানমন্ত্রী।
বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রণব মুখার্জি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে শনিবার (১৩ জানুয়ারি) শুরু হওয়া তিন দিনের সাহিত্য সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের তিন শতাধিক কবি-লেখক-সাহিত্যিক-সমালোচক অংশ নিচ্ছেন।
পাঁচ দিনের সফরে রোববার বিকেলে ঢাকায় পৌঁছান প্রণব। তার সঙ্গে এসেছেন কন্যা শর্মিষ্ঠা মুখার্জিও।
বাংলাদেশে নেমেই সাবেক এ বাঙালি রাষ্ট্রপতি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ‘আমি কয়েকদিন বাংলাদেশে আছি, অনেকের সঙ্গে দেখা হবে, কথা হবে। ’
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ‘বাঙালি বাবু’ যাবেন চট্টগ্রামে। রাউজানে মাস্টারদা সূর্য সেনের বাড়ি পরিদর্শন করে তিনি যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে। ওই দিন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতায় অংশ নেবেন।
বুধবার (১৭ জানুয়ারি) ঢাকায় ফিরবেন প্রণব, আর স্বদেশে ফেরত যাবেন বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এমএ/