ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো তাহমিনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো তাহমিনা পরীক্ষা কেন্দ্রে তাহমিনাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে-ছবি-বাংলানিউজ

ফরিদপুর: বাবার হাত ধরেই প্রথম স্কুলযাত্রা তাহমিনার। তার কাছেই প্রথম হাতেখড়ি। প্রতিটি পরীক্ষার আগের রাতে তার থেকে বাবার দুশ্চিন্তাই ছিলো বেশি। অথচ আজ মাধ্যমিকের চৌকাঠ পেরোতে বাবাকে ছাড়াই যেতে হয়েছে পরীক্ষার হলে। কেননা বাবা আজ নিষ্প্রাণ, নিথর।

ফরিদপুরের সদরপুরে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষার প্রথম দিনে তাহমিনা বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিয়েছে। প্রথম দিনে বাংলা আবশ্যিক প্রথমপত্র পরীক্ষা ছিলো তার।

 

জানা গেছে, সহপাঠী ও বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় তাহমিনা পরীক্ষায় অংশ নিয়েছে। এ ঘটনায় বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র শোকের ছায়া নেমে আসে। তাহমিনা এক হাতে চোখ মুছেছে আর অন্য হাতে খাতায় উত্তর লিখেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিট্রেট পূরবী গোলদার তাহমিনাকে সান্ত্বনা দিতে কেন্দ্রে যান।

জানা গেছে, তাহমিনার বাবা মো. তোফাজ্জেল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের মধ্য বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এক বছর আগে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হন। সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।  

তাহমিনা তার বড় মেয়ে। মেজ ছেলে আজিজুল ইসলাম এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করছে ও ছোট মেয়ে লাবনী বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।  

বাংলাদশে সময়:  ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।