রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরকালে আওয়ামী লীগ সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে এ তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন তারা যাতে টেকনাফের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে যেতে না পারেন সেজন্য একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে।
রোহিঙ্গারা যাতে অন্য এলাকায় ছড়িয়ে যেতে না পারে সেজন্য ১১টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে আটককৃত রোহিঙ্গাদের ক্যাম্পে পুনরায় ফেরত পাঠানো হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় আটক রোহিঙ্গাদেরও ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী রোহিঙ্গাদের দৈনন্দিন চলাচল মনিটরিং করছে। এছাড়াও রোহিঙ্গারা যাতে জেলেদের সঙ্গে মিশে মাছ ধরতে না পারেন সেজন্যও নজর রাখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশে কর্মরত আছেন সাড়ে ৮৫ হাজার বিদেশি
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসএম/এমজেএফ