তবে মাছগুলোর দরদাম করার সাহস দেখাচ্ছেন না কেউ। কারণ, প্রতিকেজি মাছের দাম হাঁকা হয়েছে ১ হাজার ২শ’ টাকা করে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ইছামতির নদীর তীরে পোড়াদহ এলাকায় বসেছে ঐতিহ্যবাহী ‘পোড়াদহ’ মেলা। মেলার প্রধান আকর্ষণ ছিলো ১শ’ কেজি ওজনের বাঘাইড় মাছটি।
তিনটি মাছের মধ্যে ৮০ কেজির ওজনের মাছটি কাটার কাজ চলছিলো তখন। দোকানিকে ঘিরে রেখেছিলেন মেলায় মাছ কিনতে ও দেখতে আসা অসংখ্য উৎসুক মানুষ। অনেকে দৃশ্যটির স্মৃতি ধরে রাখতে সেলফি ধারণে ব্যস্ত ছিলেন। এর মধ্যেই সেই মাছ কাটা হয়। প্রতিকেজি ১ হাজার ২শ’ টাকা হিসেবে বিক্রি শুরু করেন দোকানি।
গাবতলী এলাকা থেকে মেলায় আসা মিঠু নামে এক ব্যক্তি কাটা কাছটি থেকে ৫ কেজি মাছ কেনেন। বাংলানিউজকে তিনি বলেন, একার পক্ষে এত বড় মাছ কেনা সম্ভব নয়। দাম অনেক বেশি পড়বে। তাই সাধ থাকলেও মাছটি কেনার সামর্থ্য নেই।
গাবতলীর মহিষাবান এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান, ভোলা মিয়া, আবুল কাসেম ও লাল মিয়া মেলার শুরুর দিন কয়েক আগে যমুনা নদীর জেলেদের কাছ থেকে মাছগুলো কিনেছেন। বিশেষ ব্যবস্থায় মাছগুলো জীবিত রেখে বুধবার মেলায় তুলেছেন।
মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, পেশায় তারা মাছ ব্যবসায়ী। প্রত্যেক বছর বিখ্যাত এ মেলায় মাছ নিয়ে আসেন তারা। এবার অনেক চেষ্টা করে যমুনার জেলেদের কাছ থেকে মাত্র তিনটি বাঘাইড় মাছ সংগ্রহ করতে পেরেছেন।
পাইকারি দর হিসেবে প্রতি কেজি মাছ তারা ৯০০-৯৫০ টাকা হিসেবে কিনেছেন বলেও জানান। এছাড়[ অন্যান্য খরচ তো রয়েছেই। তাই ১ হাজার ২শ’ টাকা কেজির কমে মাছগুলো বিক্রি করলে তাদের পর্তায় পড়বে না।
মাছ ব্যবসায়ীদের আরেকজন লাল মিয়া বাংলানিউজকে জানান, ১শ’ কেজি ওজনের মাছটি দেখে-শুনে কাটার সিদ্ধান্ত হবে। ক্রেতাদের চাপে ৮০ কেজি ওজনের মাছটি কাটা হয়েছে। মেলার সর্বশেষ অবস্থা দেখে বড় বাঘাইড় মাছের ব্যাপারে করণীয় ঠিক করা হবে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এমবিএইচ/এমজেএফ