ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সোমবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
সোমবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গাজীপুর: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে যোগ দিতে সোমবার (১৯ ফেব্রুয়ারি) গাজীপুর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওইদিন জেলা কালিয়াকৈর উপজেলার সফিপুরে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

ইতোমধ্যে সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনসার ভিডিপি সদস্যরা সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন।

আনসার ও ভিডিপি বাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে আনসার ও ভিডিপি সদস্যকে পদক দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। এর পর থেকে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে সমাবেশ কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সফিপুর আনসার ভিডিপি একাডেমি ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।