ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর রেলস্টেশনে ব্যাগে কিশোরীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
বিমানবন্দর রেলস্টেশনে ব্যাগে কিশোরীর মরদেহ

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি কালো রংয়ের ব্যাগের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় (১৫) এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রেলওয়ে স্টেশনের পার্কিংয়ে পড়ে থাকা ওই ব্যাগ খুলে এ মরদেহ পাওয়া যায়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বাংলানিউজকে জানান, রেলস্টেশনের পার্কিংয়ে একটি কলো রংয়ের ব্যাগের ভেতরে কেউ ওই কিশোরীর মরদেহ রেখে পালিয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশে ব্যাগের ভেতরে ভরে ফেলে রাখা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি ইয়াসিন ফারুক।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।