সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর নাজিম মিয়ার কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে কোয়ারি ধসে দেলোয়ারসহ কয়েকজন শ্রমিক আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাথর কোয়ারির মালিক উপজেলার রুপচেং গ্রামের নাজিম উদ্দিন। তার সঙ্গে আর কেউ কোয়ারিতে সম্পৃক্ত আছেন কিনা খোঁজ নেওয়া হচ্ছে।
এদিকে, রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে কোম্পানীগঞ্জে কোয়ারি ধসে চার শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিন শ্রমিক এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এনইউ/আরআইএস/