ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২  

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক ও প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। 

শনিবার (১০ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার গৌরীপুর এলাকার গোমতা স্কুলের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- দুবাই প্রবাসী কুমিল্লা বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামের ফরিদ ভূঁইয়ার ছেলে মো. ইমন (২০) ও তার প্রাইভেটকার চালক একই উপজেলার কংশনগর গ্রামের হরমুজ মিয়ার ছেলে রনি মিয়া (২৩)।

স্থানীয়রা জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন প্রবাসী ইমন। পথে দাউদকান্দি উপজেলার গৌরীপুরের গোমতা স্কুলের সামনে পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে সঙ্গে ধাক্কা উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা দু’জনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জীবন হাজারী বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।