ইউএস-বাংলার জিএম (পিআর) কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঘটনার তদন্তে ক্যাপ্টেন লুৎফরের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নেপালের পথে রয়েছে।
দুর্ঘটনার কারণ উদঘাটনে নেপাল সিভিল এভিয়েশন কাজ করছে। আর ব্ল্যাক বক্স তো রয়েছে। ৩৬ হাজার ফ্লাইট পরিচালনা করেছি আমরা। কোনো ত্রুটি হয়নি।
ড্যাশ-৮, ৭৮ সিটের উড়োজাহাজটি বেলা সাড়ে ১২টায় ঢাকা ছেড়ে যাওয়ার দেড় ঘণ্টা পর দুর্ঘটনার খবর জানতে পারেন বলে ইউএস-বাংলা প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ সাংবাদিকদের জানান।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
ইইউডি/জেডএস