সোমবার (১২ মার্চ) মোবাইল ফোনে বাংলানিউজকে এ তথ্য জানান মন্ত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
এদিকে প্লেন বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বারিধারায় ইউএস-বাংলা অফিসে যাচ্ছেন বিমানমন্ত্রী। সেখানে উড়োজাহাজের যাত্রীদের পরিবারের সদস্যরা রয়েছেন।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে (শেষ খবর পর্যন্ত)। এছাড়া আহত হয়েছেন ২৩ জন, যার মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিকেলে নেপাল পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় প্লেনটি বিধ্বস্ত হয়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমআইএইচ/জেডএস