ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে গৃহবধূ হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
জয়পুরহাটে গৃহবধূ হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

জয়পুরহাট: জয়পুরহাটের রেলবস্তি এলাকার জোছনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে বিপ্লব কুমার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ‌আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. আব্দুল মজিদ এ রায় দেন।

নিহত জোছনা নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী গ্রামের আনোয়ারুল ইসলামের স্ত্রী।

তারা জয়পুরহাটের রেলবস্তি এলাকায় থাকতেন।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের জিরা ব্যবসায়ী বিপ্লবের সঙ্গে জোছনার ব্যবসায়ীক লেনদেন ছিল। এর জের ধরে ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি বিপ্লব তাকে ছুরিকাঘাতে হত্যা করেন।

ওই ঘটনার দুইদিন পর ১৪ ফেব্রুয়ারি নিহতের বাবা আব্দুল জলিল বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।