ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভোলা খালটি শিগগিরই পুনঃখনন করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, মে ১, ২০১৮
ভোলা খালটি শিগগিরই পুনঃখনন করা হবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি)।

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দীর্ঘদিন ধরে ভোলা খালটি অবহেলিত ছিল, এটি শিগগিরই পুনঃখনন করা হবে।

মঙ্গলবার (০১ মে) দুপুরে ভোলা শহরের মনোহরি পট্রি ও চক বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণের প্রতি আরো যত্নবান ও সতর্ক হওয়ার আহ্বান জানান।

এছাড়া ক্ষতিগ্রস্তদের সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রতি দেন তোফায়েল আহমেদ। পাশাপাশি ফায়ার সার্ভিসকে আরো শক্তিশালী করার কথাও বলেন তিনি।

এ সময় জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার মোকতার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুন হোসেন বিপ্লবসহ প্রশাসন এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২৭ এপ্রিল গভীর রাতে ভোলা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।