ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়ে সন্তুষ্ট, দ্রুত ফাঁসি কার্যকর চায় পরিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মে ৮, ২০১৮
রায়ে সন্তুষ্ট, দ্রুত ফাঁসি কার্যকর চায় পরিবার রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ড. রেজাউল করিমের মেয়ে

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক ড. রেজাউল করিমের হত্যা মামলায় আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার পরিবার ও রাষ্ট্রপক্ষ। 

মঙ্গলবার (৮ মে) দুপুরে রাবি শিক্ষক হত্যা মামলায় দুই জঙ্গির ফাঁসি ও তিনজনের যাবজ্জীবনের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিহতের পরিবার দণ্ডিত দুই জঙ্গির ফাঁসির রায় দ্রুত বাস্তবায়ন দেখতে চান বলে জানিয়েছে। রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় পরিবারের পক্ষ থেকে ড. রেজাউলের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি সাংবাদিকদের এ কথা জানান।  

রিজওয়ানা হাসিন শতভি বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি জঙ্গি শরিফুল বাবাকে হত্যার মূল পরিকল্পনাকারী। কিন্তু তাকে এখনও গ্রেফতার করা যায়নি। শরিফুলের গ্রেফতার না হওয়া আমাদের খুব কষ্ট দেয়। আমরা শরিফুলকে গ্রেফতার করে তাকে ও মাসকাওতের ফাঁসির রায় দ্রুত কার্যকর দেখতে চায়। তবেই আমার বাবার আত্মা শান্তি পাবে।

শতভি আরও বলেন, এই সাজার রায় শোনার জন্য আমাদের দীর্ঘ দুই বছর অপেক্ষা করতে হয়েছে। রায় ঘোষণা হওয়ায় আমরা খুশি। তবে উচ্চ আদালতে গিয়ে যেন এই রায় কোনোভাবেই পরিবর্তন না হয় বা সাজা না কমে সেজন্য বিচার বিভাগের সুদৃষ্টি কামনা করছি।

এদিকে, রায় ঘোষণার পর আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলী (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। কারণ আসামিরা জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত। তারা পরস্পর যোগসাজস করে রাবির এক অধ্যাপককে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তথ্য-উপাত্ত ও সাক্ষ্য প্রদানের মাধ্যমে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে।
   
তিনি বলেন, পলাতক আসামি শরিফুলকে গ্রেফতারের পর তাকেসহ দুইজনের ফাঁসির রায় কার্যকর হোক, পরিবারের মত এটা আমাদেরও দাবি।

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট না। রায়ের সার্টিফাইড কপি হাতে পেলে ৩০ দিনের মধ্যেই উচ্চ আদালতে আসামিদের পক্ষে আপিল করা হবে।

দুপুরে রাজশাহীর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এক জনাকীর্ণ আদালত রায় ঘোষণা করেন। এর মাধ্যমে মাত্র দুই বছরের মাথায় চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা হলো।  

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- প্রধান আসামি শরিফুল ইসলাম (পলাতক) ও মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহ ওরফে সাকিব।  

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নীলফামারীর মিয়াপাড়ার রহমত উল্লাহ, রাজশাহীর নারিকেলবাড়িয়া এলাকার আবদুস সাত্তার ও তার ছেলে রিপন আলী। এ সময় শরিফুল ইসলাম ছাড়া বাকি সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।