ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাসিকের পৌরকর-সারচার্জ ২৮ জুন পর্যন্ত মওকুফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জুন ৮, ২০১৮
রাসিকের পৌরকর-সারচার্জ ২৮ জুন পর্যন্ত মওকুফ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার সব পৌরকর ও ট্রেড লাইসেন্সের সারচার্জ মওকুফ করা হয়েছে। আগামী ২৮ জুন পর্যন্ত সারচার্জ মওকুফের দিন ধার্য করা হয়েছে। 

এ বিষয়ে জানাতে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, হোল্ডিং মালিকদের ১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত পৌরকর ও ট্রেড লাইসেন্সের সমস্ত সারচার্জ মওকুফ করা হয়েছে।

২৮ জুনের মধ্যে বাড়ির পৌরকরের বিল নির্ধারিত ব্যাংকে পরিশোধ করা যাবে।  

তিনি জানান, এছাড়া বিলবোর্ডের বিজ্ঞাপন কর, রিকশা ও রিকশাভ্যানের লাইসেন্স, ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স নবায়নসহ সব ধরনের লাইসেন্স নবায়ন ও পৌরকর পরিশোধের জন্যও বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।