ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাল্টে গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চিত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
পাল্টে গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চিত্র যানজট নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। ফাইল ফটো

টাঙ্গাইল: ঈদের আরমাত্র দুইদিন বাকি। এ সময়টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট লেগেই থাকতো। কিন্তু এবার মহাসড়ক চার লেনে উন্নীত ও নবনির্মিত সবগুলো সেতু খুলে দেওয়ার কারণে মহাসড়কের চিত্রটাই পাল্টে গেছে। কোনো প্রকার দুর্ঘটনা ছাড়া এই মহাসড়কে যানজট হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৩ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, এলেঙ্গা থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত কোথাও গাড়ি চলাচল থেমে নেই। স্বাভাবিকভাবেই মহাসড়কে চার লেনের সুবিধা নিয়ে যান চলাচল করছে।

দুপুর দেড়টায় সদর উপজেলার ঘারিন্দা এলাকায় একটি দুর্ঘটনার কারণে সামান্য একটু যানজটের সৃষ্টি হলেও ১৫ মিনিটের মধ্যেই দুর্ঘটনা কবলিত বাসটি অপসারণ করে যানচলাচল আবার স্বাভাবিক হয়।

ঘারিন্দা এলাকায় দুর্ঘটনাকবিলত বাসটি

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট কাওছার আহমেদ বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি অপসারণ করা হয়েছে। মহাসড়কে যানচলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।