রাজশাহী: একদিনের সরকারি সফরে মঙ্গলবার (০৩ জুলাই) রাজশাহী যাবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।
রোববার (০১ জুলাই) সন্ধ্যায় সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মন্ত্রী মঙ্গলবার সকাল সোয়া ১১টায় রাজশাহী শাহ মখদুম বিমান বন্দর পরিদর্শন করবেন।
দুপুর দেড়টায় তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে স্থানীয় জন প্রতিনিধি, চেয়ারম্যান সিএএবি এবং জেলা প্রশাসন রাজশাহী এর সঙ্গে ‘শাহ মখদুম বিমানবন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন’ সম্পর্কিত প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এদিন বিকেলেই বিমান ও পর্যটন মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
এসএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।