ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (২ জুলাই) সকাল ১০টায় শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচ তলায় জড়ো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে গেলে পুলিশ তাতে বাধা দেয়।

পরে পুলিশের উপস্থিতিতে মিছিলটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

এ সময় শিক্ষার্থীরা হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এমএস/আরআইএস/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।