ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে জুয়েলার্স থেকে ৬০ ভরি সোনার গহনা চুরির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
জয়পুরহাটে জুয়েলার্স থেকে ৬০ ভরি সোনার গহনা চুরির অভিযোগ

জয়পুরহাট: জয়পুরহাট শহরের বাজার গলিতে শিশু কল্যাণ মার্কেটের শ্রী কৃষ্ণ জুয়েলার্স থেকে ৬০ ভরি সোনার গহনা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৮ জুলাই) দিনগত রাতের কোনো এক সময় এ চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক মনোরঞ্জন বসাক বাবুল।

জয়পুরহাট থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমার জানান, স্বর্ণ ব্যবসায়ী বাবুল প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকান বন্ধ করে বাসায় যান।

রোববার সকাল সাড়ে ৯টায় দোকান খুলতে এসে তিনি দেখতে পান, দোকানের সবক’টি তালা ভাঙ্গা। পরে তিনি দেখেন, চোরেরা দোকানে ঢুকে সিসি ক্যামেরা উল্টো দিকে রেখে ৬০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।