বৃহস্পতিবার (২৩ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে ধূমকেতু এক্সপ্রেস থেকে তাদের আটক করা হয়েছে।
আটক দুই টিকিট কালোবাজারির নাম সুজন (৩৩) ও রায়হান (৩৪)।
পাবনার চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তার এর সঙ্গে জড়িত। তার মাধ্যমেই বেশি টাকা দিযে টিকিটগুলো কিনেছিল। সেই তথ্য যাচাই করে দেখা হচ্ছে।
আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান চাটমোহর থানার এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এসএস/আরআর