ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু রানা নিহত

ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু রানা নিহত

বাগেরহাট: সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম রানা (৩৭) নামে এক দস্যু নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে সুন্দরবনের বলেশ্বর নদীর মাঝের চর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এসময় দস্যুদের ব্যবহৃত একটি দেশি বন্দুক, দু’টি ওয়ান শুটারগান ও কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

নিহত রফিকুল ইসলাম রানা দস্যু নোয়া বাহিনীর সদস্য।

র্যাব-৮ এর অধিনায়ক (সিও) আতিকা ইসলাম মঙ্গলবার দুপুরে জানান, মাঝের চর এলাকায় দস্যুরা অবস্থান নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় র‌্যাব। প্রায় ৩০ মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। একপর্যায়ে দস্যুরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালালে এক দস্যুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় দস্যুদের ব্যবহৃত একটি দেশি বন্দুক, দু’টি ওয়ান শুটারগান ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় জেলেরা মরদেহটি দস্যু নোয়া বাহিনীর সদস্য রফিকুল ইসলাম রানার বলে নিশ্চিত করেছেন বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮/আপডেট: ১৬৩০ ঘণ্টা 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।