বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় নামাজে জানাজা শেষে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুশাবাড়িয়া-চরপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।
বেশকিছু দিন ধরে ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগে ভুগছিলেন মাহফুজা বেগম। গত ২২ আগস্ট ঈদের দিন বৃষ্টিতে ভেজার পর জ্বর হয় তার। বুধবার (২৯ আগস্ট) চিকিৎসকের শরণাপন্ন হলে ভাইরাস জ্বরের কথা জানান। সঙ্গে কিছু পরীক্ষা-নিরীক্ষাও দেন। এরপর বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত দুইটার দিকে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয় বলে জানান হোসাইন মোহাম্মদ সাগর।
পরে সকাল ৭টায় মরদেহ তার পিতৃনিবাস মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চরপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে চিরনিদ্রায় শায়িত হন মাহফুজা বেগম।
এদিকে, সাগরের মায়ের মৃত্যুতে কুষ্টিয়ার গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
সাংবাদিক হোসাইন মোহাম্মদ সাগর বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ফিচার রিপোর্টার এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম ভাঁজপত্র তিথিয়া’র সম্পাদক।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এসআই