ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনীর বিদায়ী প্রধানের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনীর বিদায়ী প্রধানের সাক্ষাৎ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌ প্রধানের সাক্ষাত

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নৌ বাহিনীর বিদায়ী প্রধান নিজামউদ্দিন আহমেদ।

বুধবার (২৩ জানুয়ারি) সকালে গণভবনে এ বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।



সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌ বাহিনী প্রধানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দায়িত্বপালনকালে সব ধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজামউদ্দিন আহমেদ।

এডমিরাল নিজামউদ্দিন আহমেদ নৌ বাহিনীর ১৪তম প্রধান হিসেবে ২০১৬ সালের ২৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২৬ জানুয়ারি অবসরে যাচ্ছেন তিনি।

গত ২০ জানুয়ারি নৌ বাহিনীর প্রধান হিসেবে আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। তিনি অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

আগামী ২৬ জানুয়ারি নৌবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।