ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্বম্ভরপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
বিশ্বম্ভরপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ২ বিশ্বম্ভরপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে গেছে। ছবি-বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা এলাকায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিহতের নাম পাওয়া যায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম বাংলানিউজকে জানান, ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি এলাকায় যাচ্ছিল। পথে রনবিদ্যা এলাকার বেইলি ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করে। এসময় আহত অবস্থায় পাঁচ শ্রমিককে উদ্ধার করা হয়। ট্রাকের ভেতরে আরেক শ্রমিকের মরদেহ রয়েছে। ওই মরদেহটি উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।