বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে বাংলাদেশে পাঁচদিন সফর করবেন তিনি।
বীরেন্দর সিংয়ের সঙ্গে ঢাকায় আসছেন তার স্ত্রী কামালপ্রীত ধনোয়াও।
ঢাকার ভারতীয় হাইকমিশন প্রেস বিজ্ঞপ্তিতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। তাতে বলা হয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আইএএফ প্রধান। সেইসঙ্গে বাংলাদেশের তিন বাহিনী প্রধানের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।
পাঁচদিনের এ সফরে বাংলাদেশ বিমানবাহিনীর বিমানঘাঁটিও পরিদর্শন করবেন বীরেন্দর সিং।
আইএএফ প্রধানের এ সফর দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
টিএ