ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে জনসংহতি সমিতির নেতাকে গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
মানিকছড়িতে জনসংহতি সমিতির নেতাকে গুলি গুলিবিদ্ধ ধীমান চাকমা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ধীমান চাকমা নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মানিকছড়ির রাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত ধীমান সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লক্ষ্মীছড়ি উপজেলা শাখার আহ্বায়ক।

তিনি দীর্ঘদিন ধরে পাশের উপজেলা মানিকছড়িতে বসবাস করতেন। মঙ্গলবার ১২টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়ির সামনে তাকে গুলি করে পালিয়ে যায়।
 
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নয়ন সালাউদ্দিন বলেন, আহত ব্যক্তির বুকের ডানপাশে একটি গুলির চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. রশিদ জানান, কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
তবে এ ঘটনায় তাৎক্ষণিক আঞ্চলিকদলগুলোর বক্তব্য পাওয়া যায়নি।
 
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।