ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ভেন্টিলেশন খোলার ইশারা দিয়েছেন কাদের

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
ভেন্টিলেশন খোলার ইশারা দিয়েছেন কাদের

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভেন্টিলেশন খোলার ইশারা দিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (৪ মার্চ) ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএসএমএমইউ'র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান।

তিনি বলেন, রোববারের (৩ মার্চ) চেয়ে তার অবস্থা স্ট্যাবল তবে শঙ্কামুক্ত নয়।

সকাল থেকে তিনি তাকাচ্ছেন এবং ইশারা করছেন। কয়েকবার ভেন্টিলেশন খোলার ইশারা দিয়েছেন। এর মানে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে চাচ্ছেন। এটা ভালো লক্ষণ। কিন্তু তিনি যেহেতু সিওপিডি রোগী, ধূমপায়ী হৃদরোগীরা সাধারণত সিওপিডি রোগী হয়। এ কারণে বিশেষ জটিলতা থাকে। এ জটিলতার কারণেই আমরা ভেন্টিলেশন খুলছিনা। তাকে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে, যাতে তিনি যন্ত্রণামুক্ত থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এমএএম/এজেডএস/ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।