ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুলতান মেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
সুলতান মেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

নড়াইল: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী সুলতান মেলার পঞ্চম দিনে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ির ডোপ মাঠে জেলা প্রশাসক (ডিসি) আনজুমান আরা ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

জমজমাট এ ষাঁড়ের লড়াই দেখতে ভিড় করেছিল নড়াইল ও এর পার্শ্ববর্তী খুলনা, মাগুরা ও যশোর জেলার কয়েক হাজার মানুষ।

বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক ষাঁড় এ লড়াই প্রতিযোগিতায় অংশ নেয়। সমানে সমানে শুরু হয় দফায় দফায় লড়াই। এসময় মাঠের চারিদিকে চলতে থাকে উৎসুক দর্শকদের উল্লাস।  

লড়াই এ ভীত ষাঁড় দর্শকদের আহত করে ও পালিয়ে যায়। উত্তেজনা আর ভয় নিয়ে দর্শকেরা এ ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ষাঁড়ের মালিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতিবারই বাড়ছে লড়াই করা ষাঁড়ের সংখ্যা। দর্শনার্থীরাও সারা বছর অপেক্ষায় থাকেন, কবে সুলতান মেলা হবে আর তারা এ খেলা দেখতে পাবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাকাহীদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজেস্ব) কাজী মাহবুবুর রশীদ, এনডিসি আল আমিন, চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী নিখিল চন্দ্র দাস, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ প্রমুখ।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ৩ মার্চ (রোববার) থেকে নড়াইলে ১০ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু হয়েছে। ১২ মার্চ (মঙ্গলবার) এ মেলা শেষ হবে। মেলাকে কেন্দ্র করে দুই শতাধিক দোকানি মেলা প্রাঙ্গণে তাদের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের নাগরদোলা ও  ট্রেন স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।