ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশাল থেকে অপহৃত স্কুলছাত্রী রাজবাড়ীতে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
বরিশাল থেকে অপহৃত স্কুলছাত্রী রাজবাড়ীতে উদ্ধার

বরিশাল: বরিশালের গৌরনদী থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের একমাস পর রাজবাড়ীর গোয়ালন্দ থানার দৌলদীয়াঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) ভোরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই স্কুলছাত্রীকে গত ১৬ ফেব্রুয়ারি নিজ বাড়ির পাশ থেকে ইব্রাহিম অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় অপহৃতার বাবা ধর্ষণের অভিযোগ করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে দৌলাদীয়া ঘাট এলাকা থেকে পুলিশ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।