ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেখে শুনে পণ্য ক্রয় করি, ভোক্তার অধিকার নিশ্চিত করি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
দেখে শুনে পণ্য ক্রয় করি, ভোক্তার অধিকার নিশ্চিত করি ভোক্তা অধিকার দিবসে র‌্যালি। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: ‘দেখে শুনে পণ্য ক্রয় করি ভোক্তার অধিকার নিশ্চিত করি’- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পঞ্চগড়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। 

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।  

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

 

এসময় র‌্যালিতে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, অতিরিক্তি পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা শবনমসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীরা অংশ নেন।  

র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।