ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে প্রার্থীর মোটরসাইকেল শোডাউনে হামলায় আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
গোমস্তাপুরে প্রার্থীর মোটরসাইকেল শোডাউনে হামলায় আহত ৭

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল শোডাউনে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন অন্তত সাত নেতাকর্মী। 

রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সোনাবর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।  

হামলার শিকার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে ওই গ্রামে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আফসার আলী খান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউন করার সময় নোকা প্রতিকের সমর্থকরা তাদের বহরে হামলা চালায়।

এতে তিনিসহ উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমরান আলী সরদার, পার্বতীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আরমান আলী খান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের ফটোগ্রাফার রুবেল, দলীয় কর্মী আশরাফুল ও আব্দুল কাদের আহত হন।

আহতদের মধ্যে দুইজন রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শামিম হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ এখনও কোনো অভিযোগ দায়ের করেনি।  

এ ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুমায়ন রেজার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নির্বাচনী একটি জনসভায় ব্যস্ত থাকায় পরে এ প্রসঙ্গে কথা বলবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।