ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

হাতকড়াসহ পালানোর সময় পুলিশের গুলিতে আহত ছিনতাইকারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
হাতকড়াসহ পালানোর সময় পুলিশের গুলিতে আহত ছিনতাইকারী হাসপাতালে চিকিৎসাধীন ফয়সাল হোসেন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালানোর সময় ফয়সাল হোসেন (২৮) নামে এক ছিনতাইকারী গুলিতে আহত হয়েছেন।
 

বুধবার (২৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে শহরের এম এ মতিন সড়কে সড়ক ও জনপথ অফিসের গলিতে এ ঘটনা ঘটে। আহত ফয়সাল শহরের দিয়ার ধানগড়া মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ফয়সাল ও তার ৪/৫ সঙ্গী দীর্ঘদিন ধরে এম এ মতিন সড়ক, আদালত চত্বরের আশপাশে ছিনতাই করে আসছিল। বুধবার দুপুরে শহরের শহীদ শামসুদ্দিন গেইটের সামনে মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক করা হয় তাকে।  

রাতে তার সহযোগীদের গ্রেফতারে সড়ক ও জনপথ অফিস গলিতে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্ধকারের মধ্যে ফয়সাল হাতকড়াসহ পুলিশের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। বাধ্য হয়ে পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে। এতে একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়।  

পরে আহত অবস্থায় ফয়সালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।