ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে ‘জলকেলিতে’ মাতোয়ারা মারমা তরুণ-তরুণীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
কাপ্তাইয়ে ‘জলকেলিতে’ মাতোয়ারা মারমা তরুণ-তরুণীরা জলকেলিতে ব্যস্ত মারমা সম্প্রদায়। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ‘সাংগ্রাই জল উৎসব’ বা ‘জলকেলি উৎসব’ পালন করেছে মারমা জনগোষ্ঠির তরুণ-তরুণী। 

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে মারমা সংস্কৃতি সংস্থা’র (মাসস) উদ্যোগে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের নারানগিরি উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসব পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার।

 

মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) রাঙামাটি অঞ্চলের সভাপতি অংসিসাইন চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-  রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, ৩০৫ পদাধিক রাঙামাটি রিজিয়ন কমান্ডার রিয়াদ মেহমুদ, ডিজিএফআই রাঙামাটি অঞ্চলের অধিনায়ক কর্নেল সামসুল আলম প্রমুখ।

প্রধান অতিথি এমপি দীপংকর বলেছেন, বিজুর আগে সন্ত্রাসীরা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে যেন বিজু ভালভাবে পালন করতে না পারে। কিন্তু সাধারণ জনতার সচেতনতার কারণে সন্ত্রাসী তাদের লক্ষ্যপূরণ করতে পারেনি।

বক্তৃতা পরবর্তী এমপি দীপংকর মঙ্গল ঘণ্টা বাজিয়ে ‘জলকেলি’ উৎসবের শুভ সূচনা করেন। এরপরই মারমা সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপ-বৃত্তি প্রধান করেন আগত অতিথিরা।  

পরবর্তী সময়ে প্রধান অতিথি দীপংকরসহ আগত অতিথিরা একজন আরেকজনের গায়ে পানি ছিটিয়ে‘জলকেলি’ উৎসবে মেতে উঠেন এবং নববর্ষকে স্বাগত জানান।

প্রসঙ্গত: পাহাড়ে অন্যান্য সম্প্রদায়ের মত মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা পুরনো বছরের সব দুঃখ-কষ্ট ভুলতে এবং নতুন বছরকে বরণ করতে নববর্ষের ২য় দিন একে অপরকে পানি ছিটিয়ে ‘জলকেলি’ উৎসবে মেতে উঠেন। ঐতিহ্যবাহী এ সামাজিক উৎসব পাহাড়ে ‘জলকেলি বা  সাংগ্রাই জল উৎসব’ নামে বেশ পরিচিত।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।