ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ২ কারখানাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
ভৈরবে ২ কারখানাকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা এলাকার বেকারি ও আইসক্রিম কারখানাকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগমসহ পুলিশ সদস্যরা।

বাংলানিউজকে সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, মোড়কজাতকরণ বিধি না মেনে খাদ্যপণ্য বাজারজাত করার অপরাধে বেবি বেকারিকে পাঁচ হাজার টাকা এবং ক্ষতিকর দ্রব্য (জিংক অক্সাইড যা দেয়ালের চুনকালি করতে ব্যবহার করা হয়, ঘনচিনি ও রঙ) মিশিয়ে আইসক্রিম তৈরি ও বিক্রির অপরাধে জে এল ফুড অ্যান্ড বেভারেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।