বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেন।
দুপুরে একটি চাঁদা দাবির মামলায় জয়নালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ মোল্লা বাংলানিউজকে জানান, একটি চাঁদা দাবির মামলায় জয়নালকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। কিন্তু আদালত তাকে কারাগারে পাঠিয়ে পরবর্তী শুনানির জন্য রোববার দিন ধার্য্য করেন।
এর আগে বুধবার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টায় শহরের এস এম মালেহ রোডের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় কালীরবাজার স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি রহমতউল্লাহ ফারুক বাদী হয়ে থানায় ২২ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত মঙ্গলবার (১৬ এপ্রিল) জয়নাল আবেদীন, তোফাজ্জল হোসেন, মনির মৃধা, হাফিজুর রহমান লিখন ও আসিফ মিলে স্বর্ণ ব্যবসায়ী ফারুকের অফিসে প্রবেশ করেন। ওই সময় তারা অফিস ছেড়ে দেওয়া হুমকি দিয়ে ফারুকের কাছে নগদ ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং অফিসের ড্রয়ার থেকে নগদ ৩৩ হাজার টাকা নিয়ে যান। মামলায় পাঁচজনকেই আসামি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
ওএইচ/