ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউসিসিএ কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
ইউসিসিএ কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি

ঢাকা: চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মূল কর্মসূচির আওতায় ৪৯০টি উপজেলায় কর্মরত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) কর্মচারীরা।

রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা তিনদিনব্যাপী এ কর্মসূচি শুরু করেন।  

কর্মসূচিতে বক্তারা বলেন, বিআরডিবির মূল কর্মসূচি ইউসিসিএ কর্মচারীদের রাজস্ব বাজেটে অন্তর্ভুক্তকরণের জন্য ২০০৮ সালে ৪২তম বোর্ড সভার সিদ্ধান্ত ও ২০১০ সালের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে ৪৪তম বোর্ড সভায় রাজস্ব করণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

 

তারা বলেন, ২০১২ সালের ১১ এপ্রিল এক সভায় ইউসিসিএ কর্মচারীদের রাজস্ব বাজেটে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও যতোদিন পর্যন্ত রাজস্ব বাজেটে স্থানান্তর না হয় ততোদিন পর্যন্ত ৭০ শতাংশ বেতন-ভাতা অব্যাহত রাখাসহ চারটি সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু সাত বছর অতিবাহিত হলেও রাজস্বকরণের কোনও অগ্রগতি করতে পারেনি।  

বক্তারা ২০১২ সালের সরকারি সিদ্ধান্ত চাকরি জাতীয়করণসহ ২০১২ সাল থেকে সব বকেয়া বেতন-ভাতাসহ সরকারি বিধি মোতাবেক অবসরজনিত সুবিধা নিশ্চিত করার দাবি জানান।  

সংগঠনের সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত আছেন- সাধারণ সম্পাদক শেখ ফেরদাউস, সিনিয়র সহ-সভাপতি আ. সহিদ, সহ-সম্পাদক মো. সাচ্চু হোসেন, কোষাধ্যক্ষ মো. শাকিল খানসহ কয়েকশ’ নেতা-কর্মী।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।