ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, মে ১৫, ২০১৯
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইফতার ও দোয়া মাহফিল

ঢাকা: মঙ্গলবার (১৪ মে) বিকালে রাজাধানীর সেগুন বাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয় সম্মেলন কক্ষে সংস্থাটির নিজ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশের আইন-শৃঙ্খলা এবং শান্তির জন্য দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী (এমপি) আসাদুজ্জামান খান।

সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ।

বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব মো. শহিদুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা,  মে ১৫,  ২০১৯
এমএমআই/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।