শনিবার (২৫ মে) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
আসামি বকুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে। সে মাদক মামলায় গ্রেফতার হয়ে এক মাস ধরে জেলা কারাগারে আছে।
শনিবার (২৫ মে) সকাল ৬টার দিকে কারাগারের ভেতরের রান্না ঘরের পেছনের একটি সবজি বাগান (ডাঙা-ডাটা) থেকে মাদকাসক্ত বকুলকে খুঁজে পায় কারা কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার (২৪ মে) বিকেল থেকে নিখোঁজ হয় মাদক মামলার ওই আসামি।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ২৫, ২০১৯
আরএ