ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গ্রাম আদালত হবে তৃণমূলে ন্যায় বিচারের কেন্দ্রবিন্দু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, জুন ১২, ২০১৯
গ্রাম আদালত হবে তৃণমূলে ন্যায় বিচারের কেন্দ্রবিন্দু

নোয়াখালী: ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে  তৃণমূল পর্যায়ে স্থানীয় মানুষ সুবিচার পাবে মন্তব্য করে নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস বলেছেন, জনগণের মিলন মেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত হবে তৃণমূলে ন্যায় বিচারের কেন্দ্রবিন্দু। এখানে জনগণ তাদের সুখ-দুঃখের কথা বলবে।

জেলা প্রশাসক তন্ময় দাস মতবিনিময় সভায় উপস্থিত ইউপি চেয়ারম্যানদের ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে জনবান্ধব করে গ্রাম আদালতকে কার্যকর করার আহ্বান জানান।

মঙ্গলবার (১১ জুন) দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করণীয় বিষয়ক বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক সমন্বয় সভায় স্থানীয় সরকার নোয়াখালীর উপ-পরিচালক  (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবু ইউসুফ সভাপতিত্ব করেন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের নোয়াখালীর ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর এএইচএম আকরাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিক উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যৌতি খীসা, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা  

এসময় ব্লাস্টের চট্টগ্রাম বিভাগীয় প্রকল্প সমন্বয়কারী বশির আহমদ মনি, ব্লাস্টের নোয়াখালী জেলা সমন্বয়কারী আজগর আলী আরজুসহ বিভিন্ন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তারা, জেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ১১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।