ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মায় তীব্র স্রোতে ধীরে চলছে ফেরি, ঘাটে যানবাহনের লাইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
পদ্মায় তীব্র স্রোতে ধীরে চলছে ফেরি, ঘাটে যানবাহনের লাইন বাম থেকে ফেরি চলছে ও ঘাটে গাড়ির দীর্ঘ লাইন। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া ঘাট। এই ঘাট দিয়েই প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহন ও লক্ষাধিক মানুষ ফেরি ও লঞ্চে পদ্মা পাড়ি দেন।

গত কয়েক সপ্তাহ ধরে পানি বাড়ায় পদ্মায় তীব্র স্রোত সৃস্টি হয়েছে। এ কারণে বর্তমানে ধীর গতিতে চলাচল করছে ফেরি।

ফেরি পারাপারে সময় বেশি লাগায় ঘাট প্রান্তে বাড়ছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে এই রুটের চালক ও সাধারণ যাত্রীদের।

যশোর থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের চালক পলাশ বলেন, দুই দিন ধরে দৌলতদিয়া ঘাটে এসে ফেরির সিরিয়ালের অপেক্ষায় বসে আছি। কখন ফেরির দেখা পাবো জানি না।

কুষ্টিয়া থেকে ঢাকা কারওয়ান বাজারগামী পণ্য বোঝাই ট্রাকের চালক মামুন হোসেন বলেন, পণ্য বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। দৌলতদিয়া ঘাটে এসে সিরিয়ালের জন্য আটকে আছি।

ঝিনাইদহ থেকে ঢাকাগামী বাসের চালক পিয়াস বলেন, দৌলতদিয়া ঘাটে ফেরির জন্য অপেক্ষা করা নিত্যদিনের চিত্র।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, নদীতে বর্তমানে প্রচণ্ড স্রোত থাকায় ফেরি চলাচলে সময় বেশি লাগছে। সে কারণে ঘাট প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন লেগেছে। তবে সিরিয়াল অনুযায়ী সব গাড়ি ফেরি পার হবে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। এর মধ্যে রো রো ফেরি ৭টি, মিডিয়াম ফেরি ১টি, ইউটিলিটি ৭টি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।