সোমবার (১৫ জুলাই) সকালে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করে তরুণ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজিটিভ জেনারেশন অব সোসাইটি (পিজিএস)’।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন পিজিএস বাংলাদেশের সমন্বয়ক ঝর্ণা চৌধুরী, সিলেট বিভাগীয় প্রধান মইনুল হোসেন, গভর্নিং বডির সদস্য রায়হান আহমেদসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, প্রচলিত আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় ধর্ষকরা বেঁচে যাচ্ছে। ফলে তারা আবারও ধর্ষণের মতো অপরাধে লিপ্ত হচ্ছে। এসব কারণেই প্রতিদিন ধর্ষণ ও শিশু নির্যাতন বাড়ছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা গেলে এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন প্রণয়ন করলে এসব অপরাধ কমানো সম্ভব।
পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এনইউ/ওএইচ/